ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসা ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল যেন এখন সাফল্যের শীর্ষে। ঢাকাই সিনেমা ‘প্রিয়তমা’ এবং ‘বরবাদ’-এর পর এবার টালিউডের ‘খাদান কিশোরী’-তে অভিনয় করে তিনি দুই বাংলার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তার আসন্ন ছবি ‘বহুরূপ’-এর ট্রেলার দেখে টালিউড সুপারস্টার দেব তাকে ‘বাংলার ক্রাশ’ হিসেবে সম্বোধন করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাতে দেব তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ‘বহুরূপ’ ছবির ট্রেলারটি শেয়ার করেন। এ সময় তিনি ছবির সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইধিকা পালকে ট্যাগ করে লেখেন, ‘বাংলার ক্রাশ’।
দেবের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে ইধিকাও তাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, টালিউড সুপারস্টারের এই মন্তব্য তার কাছে একটি বড় প্রাপ্তি।
'বহুরূপ' ছবিতে সোহম চক্রবর্তীকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে। একজন অভিনেতার গ্ল্যামারাস জীবনের আড়ালে লুকিয়ে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্প নিয়েই ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে সোহমকে সাতটি ভিন্ন লুকে দেখা যাবে, এবং এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল।
উল্লেখ্য, দেব-ইধিকার জুটি দর্শকদের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা রয়েছে। ইধিকা সম্প্রতি দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ব্লকবাস্টার ছবি ‘প্রজাপতি ২’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও জায়গা করে নিয়েছেন। এছাড়াও, ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও তিনি ‘সৌদামিনী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন।