কলকাতায় বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন সিনেমা 'বেলা' দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। যদিও তিনি নিয়মিত বাংলা সিনেমার দর্শক নন, তবুও এই ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন।

অনুপম খের গত মাসে তার নিজের ছবি 'তনভী দ্য গ্রেট'-এর বিশেষ প্রদর্শনীর জন্য কলকাতায় গিয়েছিলেন। সেখানেই তিনি জানতে পারেন যে একই প্রেক্ষাগৃহে ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি 'বেলা' মুক্তি পাচ্ছে। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের কাজ দেখার আগ্রহ নিয়ে তিনি ছবিটি দেখেন।

সিনেমাটি দেখার পর তিনি বলেন, “আমি মিনিট পনেরো ছবিটা দেখলাম। নতুন পরিচালক হওয়া সত্ত্বেও অনিলাভ বেশ ভালো একটি ছবি বানিয়েছেন। আমার দেখতে ভালোই লাগছিল। বাংলায় সত্যিই ভালো ভালো কাজ হয়।” তিনি আরও বলেন যে, বাংলা এবং হিন্দি সিনেমার প্রিমিয়ারের মধ্যে তিনি কোনো পার্থক্য দেখেন না, কারণ উভয় ক্ষেত্রেই নতুন ছবি মুক্তির আনন্দ একইরকম থাকে।

অনুপম খেরের আসন্ন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' ইতোমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কৌশলে উত্তর এড়িয়ে যান। হেসে বলেন, “ছবি আর বিতর্ক নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি কেবল আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে গান্ধীজির চরিত্রে দেখবেন।”

টলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “কেন যাব না? আপনারা আমার হয়ে প্রযোজকদের সঙ্গে একটু কথা বলুন। ভালো চরিত্র পেলে আমি এককথায় রাজি হয়ে যাব।”