বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। যে ছবিটি নির্বাচিত হবে, সেটি 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আগ্রহী চলচ্চিত্র নির্মাতারা আগামী ১৬ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত তাদের ছবি জমা দিতে পারবেন।

ছবির যোগ্যতার মানদণ্ড ও শর্তাবলী

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে যে, এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে ছবির প্রযোজক বা পরিচালককে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত এবং বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।

  • মুক্তির সময়: ছবিটি ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে কমপক্ষে ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে।

  • প্রযুক্তিগত মান: ছবিটিতে অবশ্যই ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। সেই সঙ্গে এটি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)-এর নির্ধারিত সব প্রযুক্তিগত মানদণ্ড মেনে তৈরি হতে হবে।

  • পরিচালনা: ছবির মূল নির্মাণ এবং পরিচালনা একজন বাংলাদেশি পরিচালকের তত্ত্বাবধানে সম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রযোজক বা স্বত্বাধিকারীকে কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের ছবি জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে:

  • একটি পূরণ করা আবেদন ফর্ম

  • ছবির মুক্তির তারিখ এবং প্রেক্ষাগৃহে প্রদর্শনের প্রমাণ

  • দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার অথবা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক

  • প্রেস কিট

  • গল্পের সারাংশ এবং ছবির মূল কলাকুশলীর তালিকা

আবেদনপত্র জমা দিতে হবে - প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা ১০০০-এ অবস্থিত বিএফএফএস কার্যালয়ে।

৯৮তম অস্কার প্রদান অনুষ্ঠানটি ২০২৬ সালের ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। এই বছর বাংলাদেশের কোন ছবি বিশ্বমঞ্চে জায়গা করে নেবে, তা দেখার জন্য এখন অপেক্ষা।