গত শুক্রবার ভোরে ভারতের উত্তর প্রদেশের বেরেলির সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। মোটরসাইকেলে আসা দুই হামলাকারী বাড়ির সামনে পরপর দুটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দিশার বাবা, মা ও বোন বাড়িতে উপস্থিত থাকলেও, সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। অভিনেত্রী দিশা ঘটনার সময় মুম্বাইতে ছিলেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং কেন এই বলিউড তারকার বাড়ি লক্ষ্যবস্তু হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দিশার বাবা জগদীশ পাটানির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খালি কার্তুজ উদ্ধার করে। বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান যে, ঘটনার তদন্তে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁরা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্কের দিকে বিশেষ নজর রাখছেন। পাটানি পরিবারের সুরক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলাটি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে যে, দিশা এবং তাঁর বোন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজঅনিরুদ্ধাচার্য মহারাজ-কে অসম্মান করেছেন। এরই প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে যে, এটি কেবল একটি ট্রেলার এবং যদি কেউ ভবিষ্যতে তাদের ধর্মকে অসম্মান করে, তবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই বার্তাটি শুধু পাটানি পরিবার নয়, গোটা চলচ্চিত্রশিল্পকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। তারা বলেছে, "ধর্ম ও সমাজ আমাদের কাছে অভিন্ন। এগুলো রক্ষার জন্য আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।" বর্তমানে পুলিশ হামলাকারীদের ধরতে একাধিক অনুসন্ধান অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনার বিষয়ে এখনো দিশা পাটানির কোনো মন্তব্য পাওয়া যায়নি।