জনপ্রিয় অভিনেত্রী ভাবনা আহসান নতুন একটি সেলফি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। গাড়ির ভেতরে বসা অবস্থায় তোলা এই ছবিতে তাকে দেখা যায় হলুদ রঙের টি-শার্টে, স্বাভাবিক সাজে ও হালকা মেকআপে।
প্রাকৃতিক আলোয় ধারণ করা ছবিতে তার হাসি ও অনাবিল সৌন্দর্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কমেন্টে লিখেছেন, "ভাবনার হাসিই আলাদা মায়া ছড়ায়", আবার কেউ বলেছেন, "হলুদে সবচেয়ে মানিয়েছে ভাবনাকে"।
ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলছে। অনেকে একে দিনের সেরা সেলফি বলেও উল্লেখ করেছেন।