বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের নতুন বাংলো নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় গড়ে উঠেছে এই ছয়তলা বাড়ি, যার নির্মাণে প্রায় তিন বছর সময় ও প্রায় ২৫০ কোটি রুপি খরচ হয়েছে।
সম্প্রতি বাংলোর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই ব্যাপক চর্চা শুরু হয়। তবে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে। এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়, নিরাপত্তার জন্যও বড় হুমকি। কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া তোলা মোটেই গ্রহণযোগ্য নয়।”
তিনি সবাইকে অনুরোধ করেছেন ভিডিও ও ছবি আর শেয়ার না করতে এবং মিডিয়াকর্মীদের সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান। ঘটনাটি ঘিরে নেটিজেনদের বড় অংশ আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। অনেকের মন্তব্য, এটি স্পষ্টতই গোপনীয়তার লঙ্ঘন; আবার কারও মতে, ভিডিও ফাঁসের পেছনে মিডিয়ার হাত থাকতেও পারে।