ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টালিউডে ফিরছেন নতুন সিনেমা নিয়ে। ছবির নাম ‘প্রোমোটার বৌদি’, যেখানে এক নারী প্রোমোটারের চরিত্রে দেখা যাবে তাকে। চলচ্চিত্রটির নির্মাণে হাত রেখেছেন নবাগত পরিচালক শৌর্য দেব।

গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারীকে ঘিরে টানাপোড়েন। দুই সন্তান ও স্বামী নিয়ে তিনি সাধারণ জীবনযাপন করলেও পাড়ার সবার কাছে তিনি শুধু “বৌদি”। কিন্তু সময়ের সঙ্গে এই শব্দটির অর্থ পাল্টে গেছে, এমনই আক্ষেপ স্বস্তিকার। তাঁর মতে, আগে “বৌদি” ছিল পারিবারিক স্নেহ ও আপনত্বের প্রতীক; অথচ এখন সামাজিক মাধ্যমে তা কুরুচিকর ইঙ্গিত বহন করছে। তাই ছবির মাধ্যমে সেই পুরোনো মিষ্টি অর্থটিকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে।

নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা সিনেমার ধাঁচে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। থাকবে গান, নাচ, পারিবারিক আবেগ, টানাপোড়েন এবং দর্শক টানার মতো মারকাটারি সংলাপ। স্বস্তিকার ভাষায়, “মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদ ফেরানোর লক্ষ্যেই এই কাজ।” কলকাতার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে শুটিং।

অন্যদিকে পরিচালক শৌর্য দেব বলেন, পরিবারকেন্দ্রিক হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।