আজ থেকে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে, যা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এবারের ৩০তম আসরে মূল প্রতিযোগিতায় কোনো বাংলাদেশী সিনেমা না থাকলেও বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে বাংলাদেশের তিন সিনেমা এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিনিধিত্ব করছে।
এশিয়ান সিনেমায় বাংলাদেশের প্রতিনিধিত্ব
বুসান উৎসবের 'আ উইন্ডো অন এশিয়ান' সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের 'বালুর নগরীতে' সিনেমাটি। তরুণ নির্মাতা মেহেদী হাসান পরিচালিত এই ছবিটি এ বছর কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় 'গ্র্যান্ড প্রিক্স' পুরস্কার পেয়েছে। এই ছবিতে এমা নামের এক তরুণীর বিচিত্র জীবন এবং এক রহস্যজনক আঙুল আবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে।
প্রজেক্ট মার্কেট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
এশিয়ান প্রজেক্ট মার্কেটে (এপিএম) বাংলাদেশের দুটি সিনেমার চিত্রনাট্য জায়গা পেয়েছে। এর মধ্যে একটি হলো বিপ্লব সরকারের 'দ্য ম্যাজিক্যাল মেন' এবং অন্যটি মির্জা শবনম ফেরদৌসীর 'সাইলেন্স অব দ্য লুমস'।
এছাড়াও, পরিচালক আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'দ্য কনটেইনার' এশিয়ান প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে। ১২ বছর আগে নির্মিত এই সিনেমাটি কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে উৎসবে অংশ নিচ্ছে।
নতুন পুরস্কার 'জুলাই মেমোরিয়াল প্রাইজ'
এবারের বুসান উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 'জুলাই মেমোরিয়াল প্রাইজ' প্রবর্তন করা হয়েছে। এই পুরস্কারটি 'ভিশন এশিয়া' বিভাগে এমন একটি চলচ্চিত্রকে দেওয়া হবে, যা সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। উৎসবটি ২৬ সেপ্টেম্বর শেষ হবে এবং সেদিনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।