জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের ঘরে আজ আনন্দের দিন। তাঁর একমাত্র ছেলে আহান আজ (৩০ জুলাই) দ্বিতীয় জন্মদিনে পা রেখেছে। বিশেষ এই দিনে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই তারকা।
ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে পলাশ সামাজিক মাধ্যমে লেখেন, “আজ ৩০শে জুলাই। আমার ছেলে ‘আহান’-এর জন্মদিন। সবাই ওর জন্য দোয়া করবেন।” তাঁর পোস্টের মন্তব্য ঘরে ভক্ত-অনুরাগীরা আহানকে শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।
২০২২ সালের আগস্টে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ ও নাফিসা রুম্মান মেহনাজ। নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং একটি প্রতিষ্ঠানে কর্মরত। আগে থেকেই তাদের মধ্যে পারিবারিক পরিচয় ছিল, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়।
অভিনয়ে আসার আগে পলাশ জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের কাবিলা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও মনোযোগ দিচ্ছেন তিনি।
পলাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে কানাডার একটি অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি দেশ ছেড়েছিলেন।