বিশ্বজুড়ে ভৌতিক সিনেমা প্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘কনজুরিং’-এর নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ আন্তর্জাতিক মুক্তির দিনেই অর্থাৎ ৫ সেপ্টেম্বর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে।
ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি 'দ্য কনজুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট' ২০২১ সালে মুক্তি পেয়েছিল এবং ব্যাপক সাফল্য অর্জন করেছিল। দীর্ঘ চার বছর পর নতুন কিস্তি নিয়ে পর্দায় ফিরছে কনজুরিং।
ছবির গল্প ও কলাকুশলী
মাইকেল শ্যাভস পরিচালিত এই ছবিতে আবারও প্যারানরমাল তদন্তকারী এড ও লরেন ওয়ারেন চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি। আগের ছবির পরিচালক মাইকেল শ্যাভস এবং প্রযোজক জেমস ওয়ান ও পিটার সাফরানও এই ছবিতে আবারও ফিরে এসেছেন।
নতুন এই ছবির গল্পটি ১৯৮৬ সালে পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারে ঘটে যাওয়া বাস্তব অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যাবে, স্মার্ল পরিবার তাদের বাড়িতে অদ্ভুত গন্ধ, বিপজ্জনক শব্দ, কালো ছায়া এবং শারীরিক আঘাতের মতো অতিপ্রাকৃত ঘটনার শিকার হয়। দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাদের এই অভিজ্ঞতা সংবাদমাধ্যমে প্রকাশ করেন, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ধারণা করা হচ্ছে, আগের ছবিগুলোর মতোই এটিও এই ফ্র্যাঞ্চাইজির আরেকটি সফল সিনেমা হতে চলেছে।