রেণুকাস্বামী হত্যা মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা বর্তমানে বেঙ্গালুরুর জেলে আছেন। সম্প্রতি মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার ভয়াবহ জেলজীবনের কথা তুলে ধরেছেন এবং হতাশা প্রকাশ করে বিচারকের কাছে 'বিষ' চেয়েছেন।
সূর্যের আলোবিহীন জীবন ও শারীরিক সমস্যা
মঙ্গলবার সিটি সিভিল ও সেশনস কোর্টে মামলার শুনানি চলাকালে দর্শন জানান যে, তাকে জেল থেকে বাইরে যেতে দেওয়া হয় না। দীর্ঘ সময় সূর্যের আলো না দেখার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়েছে। তার পোশাকে দুর্গন্ধ আসছে এবং হাতে ছত্রাক জন্ম নিয়েছে। এই দুর্বিষহ জীবনের কথা বর্ণনা করে তিনি বিচারকের কাছে হতাশার সুরে 'বিষ' চান।
উল্লেখ্য, গত মাসে সুপ্রিম কোর্ট দর্শন, তার স্ত্রী পবিত্র গৌড়া এবং আরও পাঁচজন অভিযুক্তের জামিন বাতিল করে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। আদালত নির্দেশ দিয়েছিল যে, জেল থাকাকালীন দর্শন যেন কোনো বিশেষ সুবিধা না পান।