দীর্ঘদিন পর অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে এক মঞ্চে আসার পর টালিউড অভিনেতা দেবের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাদের পুরোনো সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন চলছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব তার জীবনের প্রথম ক্রাশের নাম প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন।

দিয়া মির্জাকেই মন দিয়েছিলেন দেব

সম্প্রতি 'ধূমকেতু' সিনেমা মুক্তির পর এক সাক্ষাৎকারে দেবকে তার প্রথম সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। অনেকেই ভেবেছিলেন তার প্রথম ক্রাশের নাম শুভশ্রী হবে, কিন্তু দেব জানান যে তার প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

৯০-এর দশকের বহু তরুণের মতোই দিয়া মির্জার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দেব। বিশেষ করে মাধবনের সঙ্গে তার 'রেহেনা হ্যায় তেরে দিল মে' ছবিতে দিয়ার অভিনয় সেই সময়ের তরুণদের মন জয় করেছিল। দেব অকপটে স্বীকার করেন যে, তিনি দিয়া মির্জাকেই মন দিয়েছিলেন।