জনপ্রিয় টলিউড তারকা দেব বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রজাপতি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির পোস্টার ও টিজারে ইতোমধ্যেই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে। এরই মধ্যে তার ব্যক্তিগত জীবন, বিশেষত বিয়ে ও বাবা হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রজাপতি ২’-এ দেবকে একটি সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে। বাস্তব জীবনেও ৪২ বছর বয়সী এই অভিনেতা কবে বিয়ে করছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়ার বিষয়ে প্রশ্ন এলে দেব বেশ চমকে যান এবং সরাসরি উত্তর দেন।
তিনি বলেন, “আগে তো বিয়ে করতে হবে।” বিয়ে নিয়ে তিনি আরও বলেন, “অবশ্যই নিজের পরিবার গড়ার ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এইগুলো সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।”
উল্লেখ্য, ‘প্রজাপতি ২’ সিনেমাটিতে দেবের সঙ্গে আবারও মিঠুন চক্রবর্তীর জুটি দেখা যাবে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু।