অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে বক্স অফিস কাঁপানোই যেন ডোয়াইন ‘দ্য রক’ জনসনের পরিচয়। তবে এবার ছক ভাঙলেন ৫৩ বছর বয়সী এই তারকা। ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ তাঁকে দেখা যাবে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে। মিশ্র মার্শাল আর্টস তারকা মার্ক কেরের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটিতে জনসনের অভিনয় ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। ধারণা করা হচ্ছে, এ সিনেমার জন্য অস্কারে মনোনয়নও পেতে পারেন তিনি। গত রোববার ভেনিস চলচ্চিত্র উৎসবে বেনি সাফদির সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে ১৫ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দেন দর্শকেরা, যা জনসনের ক্যারিয়ারের জন্য এক বিশেষ মুহূর্ত।
‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ মার্ক কেরের চরিত্রে অভিনয় করেছেন জনসন। সাবেক মার্কিন মিক্স মার্শাল আর্ট তারকার জীবনের লড়াই, মাদকাসক্তি আর জটিল প্রেমজীবনকেই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়। জনসনের বিপরীতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, যিনি কেরের প্রেমিকা ডন স্ট্যাপলসের চরিত্রে। ব্লান্টের ভাষ্যে, “চরিত্রে পুরোপুরি হারিয়ে যেত জনসন; পাশে থেকে এটা দেখা ছিল শিহরণজাগানিয়া অভিজ্ঞতা।” অভিনেতা নিজেও চরিত্রে ঢুকে পড়ার অভিজ্ঞতা নিয়ে বলেছেন, “অনেক বছর ধরেই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের ক্ষুধা বয়ে বেড়াচ্ছিলাম। তবে ভয়ও ছিল আমি কি চরিত্রের গভীরে যেতে পারব! সুযোগ পাওয়ার পর নিজেকে নিংড়ে দিয়েছি।”
প্রিমিয়ারের পর সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছেন জনসনকে। ভ্যারাইটি লিখেছে, “জনসনের অভিনয় ছিল অবিশ্বাস্য; যেন নতুন এক অভিনেতাকে পাওয়া গেল।” দ্য টেলিগ্রাফ ছবিটিকে পাঁচে চার দিয়েছে এবং মন্তব্য করেছে, “বাস্তবধর্মী অভিনয়ের ওপরেই পুরো সিনেমাটি দাঁড়িয়ে আছে।” জনসন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে হলিউড তাঁকে কেবল বক্স অফিস নির্ভর তারকা হিসেবেই দেখেছে। তাঁর ভাষ্যে, “যখন বলা হয় তুমি এ ঘরানার বাইরে যেতে পারবে না, তখন নিজের মধ্যেই আত্মবিশ্বাস হারাতে বসে। এ সময় প্রিয়জনের প্রেরণাই শক্তি জোগায়।”
তিনি আরও বলেন, “এই সিনেমাটি করে কাউকে কিছু দেখাতে চাইনি। বরং নিজের ভেতরের ক্ষুধা মেটাতে চেয়েছি। বহু দিন ধরেই মনে হতো, আমি কি নিজের স্বপ্নে বাঁচি, নাকি অন্যের? এ সিনেমা তারই উত্তর।” সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া জনসনকে ঠেলে দিয়েছে আসন্ন অস্কার আসরে সেরা অভিনেতার দৌড়ে। তবে প্রতিযোগিতা ভয়ংকর ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাথিউ ম্যাককনাহে, টিমোথি শ্যালামে প্রমুখ তারকাদের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য তালিকায়।