২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা 'জেলার'-এর সিক্যুয়েলে এবার একসঙ্গে দেখা যাবে দুই ভারতীয় সুপারস্টার রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন। আর রজনীকান্তও চলতি সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন।
এই ছবিতে মিঠুন চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ধারণা করা হচ্ছে, রজনীকান্তের সঙ্গে তার এই প্রত্যাবর্তন ভারতীয় চলচ্চিত্র জগতে একটি নতুন মাইলফলক তৈরি করবে। এর আগে, মিঠুন চক্রবর্তীর ছবি 'ভ্রষ্টাচার' এবং 'ভাগ্য বিধাতা'-তে রজনীকান্তকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, দুই বছর আগে মুক্তি পাওয়া নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির ব্যবসা করেছিল। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া রজনীকান্তের নতুন সিনেমা 'কুলি' মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ৪০০ কোটিরও বেশি রুপি আয় করে বক্স অফিসে অসাধারণ সাফল্য দেখাচ্ছে।