টালিউডের পরিচিত মুখ এনা সাহা বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, দুর্গাপূজা উপলক্ষে তার একটি বিশেষ ফটোশুট নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ফটোশুটে তার পাশে দেখা গেছে টলিউডের আরেক অভিনেতা ঈশান মজুমদারকে, যা নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুর্গাপূজার জমজমাট আবহে সাবেকি সাজে প্রথমবার এনা ও ঈশানকে একসঙ্গে জুটিতে পোজ দিতে দেখা যায়। ছবিতে কখনও পাঞ্জাবি-ধুতিতে ঈশান, আবার তার সঙ্গে মানানসই ঐতিহ্যবাহী সাজে এনা ধরা দিয়েছেন।
এনার সঙ্গে এটাই ঈশানের প্রথম কাজ। এ বিষয়ে ঈশান মজুমদার বলেন, "এই ধরনের ফোটোশুট করতে ভালো তো লাগবেই। দুর্গাপূজা বলে কথা। আর এনার সঙ্গেও প্রথম কাজ। ওর মতো মানুষ খুব কম দেখেছি। নায়িকাসুলভ আচরণ বিন্দুমাত্র নেই। তাই কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।"
অভিনয় ছাড়াও ঈশান জানান, তার নিজের একটি গানের ব্যান্ড আছে এবং তিনি দক্ষিণী ভাষাতেও গান করেন। তবে তিনি স্বীকার করেন যে, কাজ করলেও প্রচার করার কৌশল তার জানা নেই, যা তার জন্য একটি সমস্যা।