জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন। বড় পর্দা ও ওয়েব সিরিজে সাফল্যের পর তার এই প্রত্যাবর্তন দর্শকদের মাঝে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি তার নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে তাকে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মধুমিতা তার নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-তে একজন র‍্যাপারের ভূমিকায় অভিনয় করছেন। প্রোমোতে দেখা যায়, একটি সাধারণ পরিবারের মেয়ে কীভাবে একজন জনপ্রিয় গায়িকা হয়ে ওঠার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।

তবে, প্রোমো প্রকাশের পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ ধারাবাহিকের নাম নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ মধুমিতার নতুন লুক পছন্দ করেননি। অন্যদিকে, অনেক ভক্তই তাকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দীর্ঘদিন ধরে মধুমিতা সরকার ছোট পর্দা থেকে দূরে ছিলেন। স্টার জলসা-র জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে 'পাখি' চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাকে স্টার জলসারই আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’-তে দেখা গিয়েছিল।

প্রোমো প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এখন দেখার বিষয়, ধারাবাহিকটি শুরু হওয়ার পর দর্শক তাকে কতটা গ্রহণ করেন।