আর গোপনে নয়, প্রকাশ্যেই! টিমোথি শ্যালামে–কাইলি জেনারের ‘ম্যাচিং’ রোমান্সে উড়ল সব গুঞ্জন।
হলিউডের সবচেয়ে আলোচিত তারকা জুটির তালিকায় প্রথম দিকেই রয়েছে টিমোথি শ্যালামে ও কাইলি জেনারের নাম। দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে নীরব থাকলেও, এবার আর রাখঢাক নয়। দুই বছরের বেশি সময় ধরে চলা প্রেমের গুঞ্জনকে একেবারে বাস্তবে রূপ দিল এই তারকা জুটি। লস অ্যাঞ্জেলেসে তাঁদের প্রকাশ্য উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে ভক্তমহলে।
৮ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে টিমোথি শ্যালামের নতুন সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এর প্রিমিয়ারে দ্বিতীয়বারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন তাঁরা। যদিও কাইলি জেনার এই ছবিতে অভিনয় করেননি, তবুও গোটা অনুষ্ঠানের আলো যেন ঘুরেফিরে পড়ে এই জুটির দিকেই।
এর মূল কারণ ছিল তাঁদের স্টাইল স্টেটমেন্ট। দু’জনেই পরেছিলেন উজ্জ্বল কমলা রঙের ম্যাচিং পোশাক। টিমোথির সিনেমার প্রিমিয়ার হলেও, ম্যাচিং ড্রেসে এই যুগল উপস্থিতির ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিছুদিন আগেই এই জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে প্রিমিয়ারে তাঁদের অন্তরঙ্গ উপস্থিতি ও ম্যাচিং পোশাক সেই সব জল্পনায় কার্যত এক লহমায় জল ঢেলে দেয়।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে টিমোথি ব্যস্ত ছিলেন ইউরোপে তাঁর আগামী সিনেমা ‘ডিউন–৩’-এর শুটিংয়ে। অন্যদিকে, কাইলি ছিলেন যুক্তরাষ্ট্রেই। এই প্রিমিয়ারটি দীর্ঘ বিরতির পর তাঁদের এক ধরনের পুনর্মিলনের মুহূর্ত বলেই মনে করছেন অনেকে।
শুটিং থেকে অল্প সময়ের ছুটি নিয়ে টিমোথি শুধু প্রেমিকার সঙ্গে থ্যাংকসগিভিং ডে কাটাতেই দেশে ফেরেননি, বরং সেই সুযোগেই হাজির হয়েছেন নিজের সিনেমার প্রিমিয়ারেও।
জুটির ঘনিষ্ঠ মহলের দাবি, টিমোথি শ্যালামে ও কাইলি জেনার তাঁদের সম্পর্ক দারুণভাবে উপভোগ করছেন। তবে এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁদের। আপাতত এই প্রেমের রসায়ন বজায় থাকুক-এই কামনাই ভক্তদের।
উল্লেখ্য, জশ সাফডি পরিচালিত সিনেমা ‘মার্টি সুপ্রিম’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।