সম্প্রতি মুক্তি পাওয়া 'হৃদয়পুরবম' সিনেমার প্রচারে অংশ নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী মালবিকা মহানন। তার স্নিগ্ধ সাজের ছবিগুলো ভক্তদের মন জয় করে নিয়েছে। মাত্র চার দিনের মধ্যে ছবিগুলোতে ২ লাখ ৮০ হাজারেরও বেশি 'রিঅ্যাক্ট' পড়েছে।
এদিকে, মালবিকা অভিনীত পরবর্তী সিনেমা 'দ্য রাজাসাহেব' মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রভাস-কে। ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে। এই জুটির রসায়ন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০১৩ সালে দুলকার সালমান-এর সঙ্গে 'পাত্তাম পোল' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মালবিকার। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি মালয়ালম, হিন্দি, তামিলসহ বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে আছে 'দ্য গ্রেট ফাদার', 'পেত্তা' এবং 'মাস্টার'।