হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডোটের নামের সঙ্গে বরাবরই জুড়ে আছে ইসরাইলি পরিচয়। তার অভিনীত বহু সিনেমা সফল হলেও ডিজনির আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অনেকের মতে, গ্যাডোটের প্রকাশ্য ইসরাইল সমর্থনই ছবির ব্যর্থতার পেছনে বড় কারণ।
বিশ্বজুড়ে ইসরাইলের দমননীতির বিরুদ্ধে ক্ষোভ যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি পণ্য বয়কটের ডাকও জোরদার হয়। এর প্রভাব পড়ে গ্যাডোটের ক্যারিয়ারেও। সমালোচকদের মতে, দর্শকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে ছবিটি বড়সড় লোকসানে পড়ে।
তবে অভিনেত্রী নিজে এ ব্যাখ্যা মানতে নারাজ। সম্প্রতি ইসরাইলি টকশো ‘দ্য এ টকস’-এ তিনি জানান, ৭ অক্টোবরের ঘটনার পর তার ওপর ব্যাপক চাপ তৈরি হয়, অনেকেই তাকে কেবল ইসরাইলি হিসেবে দেখেছেন, অভিনেত্রী হিসেবে নয়। কিন্তু এর ফলে পুরো ছবিটি ফ্লপ হয়েছে এ ধারণা তিনি উড়িয়ে দেন।
রোববার এক ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যাডোট লেখেন, “কেবল বাইরের চাপের জন্য কোনো সিনেমা ব্যর্থ হয় না। সফলতা নির্ভর করে নানা বিষয়ের ওপর। আর তা কখনো আসে, কখনো আসে না।”
সহঅভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। গ্যাডোট জানান, শুটিং করতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছেন। তবে প্রত্যাশা ছিল ছবিটি দারুণ সাড়া ফেলবে, যা হয়নি এ নিয়ে খানিকটা হতাশ তিনি।