ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন জিত অনাকাঙ্ক্ষিতভাবে আহত হন। পুরো সপ্তাহের শিডিউল অনুযায়ী কাজ চলছিল, তবে জিতের শারীরিক অবস্থার কারণে শুটিং সাময়িকভাবে স্থগিত বা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আঘাতের সঠিক প্রকৃতি জানা না গেলেও, পরিচালক পথিকৃৎ বসু এখনও শুটিং পুনরায় শুরু করার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেননি। জিত ছবিতে ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’ হিসেবে অভিনয় করছেন। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোকে কেন্দ্র করে নির্মিত।
১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক হিসেবে পরিচিত, তাঁর জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন।
এছাড়া সাধারণ মানুষের ত্রাতা হিসেবে তাঁর নাম ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও জড়িত। এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রকে পর্দায় জীবন্তভাবে ফুটিয়ে তোলার সময় জিতের এই দুর্ঘটনা ঘটেছে।