কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সরস্বতী পূজার পুণ্যলগ্নে তাঁর দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ছোটপর্দায় বহুবার কনের সাজে অভিনয় করলেও মধুমিতার মতে, নিজের জীবনের এই বিশেষ দিনটির কোনো তুলনা হয় না। বাঙালি ঐতিহ্য মেনে লাল বেনারসি, সোনার গহনা আর কপালে নিখুঁত চন্দনের কারুকার্যে তাঁকে দেখাচ্ছিল একবারে অপরূপা।
এই বিয়েতে মধুমিতার ঘনিষ্ঠজন এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে পরিচালক শিলাদিত্য মৌলিকের উপস্থিতি এবং তাঁর শেয়ার করা ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে হওয়ায় তাঁর অনুরাগীদের মধ্যে বাড়তি এক ধরনের আবেগ কাজ করছে। অতীতের চড়াই-উতরাই পেরিয়ে প্রিয় অভিনেত্রীকে নতুন করে সুখে থাকতে দেখে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনার জোয়ার বইয়ে দিয়েছেন।
টেলিভিশনের ‘পাখি’ থেকে শুরু করে বড় পর্দার সফল অভিনেত্রী হয়ে ওঠার যাত্রায় মধুমিতা সবসময়ই আলোচনায় থাকেন। এবার নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে ঘর বেঁধে জীবনের নতুন এক সুন্দর অধ্যায় শুরু করলেন তিনি। তাঁর এই নতুন যাত্রায় সহকর্মী থেকে শুরু করে ভক্ত সবাই তাঁর আনন্দময় ভবিষ্যৎ কামনা করছেন।