প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় ফুল বিক্রি করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মধ্যপ্রদেশের ষোড়শী মনি ভোসলে। তার চেহারা এতটাই আকর্ষণীয় ছিল যে নেটিজেনরা তাকে 'মোনালিসা' নামে ডাকতে শুরু করেন। সেই থেকে তিনি এই নামেই পরিচিত। এবার সেই মোনালিসা মালয়ালম সিনেমায় অভিষেক করতে চলেছেন।

সামাজিক মাধ্যমে মোনালিসা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নতুন মালয়ালম সিনেমাটির নাম 'নাগাম্মা'। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন মালয়ালি অভিনেতা কৈলাস। সিনেমার শুটিং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে, তিনি বিতর্কিত পরিচালক সনোজ মিশ্রের সিনেমা 'দ্য ডায়েরি অব মনিপুর'-এও কাজ করেছেন।

মোনালিসার প্রাকৃতিক সৌন্দর্য কেবল নেটিজেনদেরই নয়, বলিউড তারকাদেরও নজর কেড়েছিল। অভিনেত্রী কঙ্গনা রানাউত তার রূপে মুগ্ধ হয়ে মোনালিসার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। কঙ্গনা লেখেন, "নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটাপাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না।"

কঙ্গনা আরও প্রশ্ন তোলেন, "রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? একসময়ে অনু আগারওয়াল, কাজল, বিপাশা বসু ও রানি মুখার্জি এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, ঠিক তেমনি কি এই প্রজন্মে হচ্ছে?"