বিশেষ নাটক ‘নাপতা’ তৈরি হয়েছে রাহাত মোহাম্মদ রনমোর গল্প ও পরিচালনায়। নামটি বরিশালের আঞ্চলিক শব্দ, যার মানে ‘নাপিত’। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাশরুর ইনান, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘কিটো ভাই’ নামে পরিচিত।
অভিনয়ে আরও আছেন দেবাশীষ চক্রবর্তী, সাবিনা মিম, ইনফ্লুয়েন্সার তামান্না, নুরুল আলম রনি, মাহমুদ সাগর, আল মাহমুদ সুমনসহ শতাধিক শিল্পী। সংগীত পরিচালনা করেছেন শহরতলি ব্যান্ডের সাদি মোহাম্মদ। ৪০ মিনিটের এই নাটকটি খুব শিগগির চ্যানেল আইয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হবে।
গল্পে দেখা যাবে বরিশালের এক পাড়া গ্রামে ফুটবল খেলাকে ঘিরে তৈরি হয় মজার পরিস্থিতি। খেলোয়াড়দের চুলের কাটিং করবে স্থানীয় নবাবী সেলুনের নাপিত সিরাজ,যার হাতে কাঁচির জাদু, আর যার মতামত এলাকায় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সিরাজের জনপ্রিয়তা দেখে স্থানীয় চেয়ারম্যান ঈর্ষান্বিত হয়ে তার সেলুনে আগুন লাগিয়ে দেয়। এরপর গল্প নেয় অপ্রত্যাশিত মোড়।
নির্মাতা জানিয়েছেন, দর্শকদের বিনোদনের কথা ভেবেই ‘নাপতা’ বানানো হয়েছে, যা হাসির আড়ালে রাখবে একটুখানি সামাজিক বার্তাও।