দীর্ঘ বিরতির পর জনপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার ফিরছেন ছোট পর্দায়। তাঁর নতুন প্রজেক্টের নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’, যেখানে ফুটে উঠবে নোয়াখালীর সংস্কৃতি, ইতিহাস ও মানুষের গল্প। এই ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তরুণ অভিনেতা রেজা সিকদার ও অভিনেত্রী সুমাইয়া অর্পা।
নতুন ধারাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচারিত হবে এ বছরের অক্টোবর মাস থেকে।
অরণ্য আনোয়ারের টিভিতে প্রত্যাবর্তন
নাটকপ্রেমীদের কাছে অরণ্য আনোয়ার এক পরিচিত নাম। তার নির্মিত ‘নুরুল হুদা’ সিক্যুয়েল সিরিজগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে বেশ কিছু বছর তিনি টিভি পর্দা থেকে দূরে ছিলেন, মন দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণে। সম্প্রতি তার পরিচালনায় নির্মিত ও পরীমণি অভিনীত সিনেমা ‘মা’ কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত পৌঁছেছে।
সেই সফল সিনেমা যাত্রা শেষে এবার তিনি ফিরেছেন নাটকে, নতুন ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’ নিয়ে।
নতুন জুটির অভিষেক: রেজা ও অর্পা
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। রেজা ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছেন নাটক ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’ ও ‘গোল্ড ফিশ’-এ অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছেন।
এ ছাড়া তিনি একজন সংবাদ উপস্থাপক হিসেবেও বাংলা টিভিতে নিয়মিত কাজ করছেন।
অভিনয় প্রসঙ্গে রেজা বলেন,
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা ভালোবাসা ছিল। সেই স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে, তবে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। অরণ্য আনোয়ারের মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। আমার সহশিল্পী সুমাইয়া অর্পাও খুব ভালো করছেন, আশা করছি দর্শক আমাদের জুটিকে ভালোবাসবে।
কখন দেখা যাবে ‘নোয়াখালী এক্সপ্রেস’?
সব ঠিক থাকলে ২০২৫ সালের অক্টোবর থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে গ্লোবাল টেলিভিশনে। নাটকটিতে থাকবে হাসি, কষ্ট, প্রেম, আর বাস্তবতার ছোঁয়া—নোয়াখালীর আঞ্চলিকতা ও বৈচিত্র্যকে কেন্দ্র করে।
আপডেট জানতে চোখ রাখুন গ্লোবাল টিভি ও শিল্পীদের সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রজন্মের এই নাটক কি দর্শকদের মন জয় করতে পারবে? সময়ই দেবে উত্তর!