পবন কল্যাণ অভিনীত গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার ‘ওজি’ বা ‘দে কল হিম ওজি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ২৫ সেপ্টেম্বর ২০২৫-এ প্রেক্ষাগৃহে আসা এই ছবির সাফল্য উদযাপন করতেই পরিচালক সুজিতকে বিশেষ উপহার দিলেন ছবির প্রধান তারকা পবন কল্যাণ।

সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুজিত নতুন একটি বিলাসবহুল গাড়ির সামনে পবন কল্যাণের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। জানা গেছে, অভিনেতা তাকে কালো রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

ছবির সঙ্গে আবেগঘন বার্তায় সুজিত লেখেন, “এটাই সেরা উপহার। আমি অভিভূত। আমার প্রিয় ওজি, কল্যাণ গারু-র কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আর উৎসাহ আমার কাছে অমূল্য। শৈশবের একজন ভক্ত থেকে আজ এই মুহূর্ত আমি চিরঋণী হয়ে রইলাম।”

‘দে কল হিম ওজি’ মূলত একটি পিরিয়ড গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার। গল্পের কেন্দ্রে ওজাস গম্ভীরা ওরফে ওজি ভারতীয় বংশোদ্ভূত এক প্রাক্তন সামুরাই, যিনি বর্তমানে গ্যাংস্টার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নব্বইয়ের দশকের মুম্বাইয়ে ফেরেন তিনি, মুখোমুখি হন নৃশংস গ্যাংস্টার ওমি ভাউ-এর।

ওমি যখন ওজির পালক বাবার জীবন এবং তার অপরাধ সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে ওঠে, তখনই শুরু হয় ক্ষমতার লড়াই আর প্রতিশোধের রক্তক্ষয়ী অধ্যায়। বিশ্বাসঘাতকতা আর গোপন ষড়যন্ত্রে ভরা এই সংঘর্ষই ছবির মূল চালিকাশক্তি।

পবন কল্যাণের পাশাপাশি ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা আরুল মোহন, অর্জুন দাস, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

সুজিতের লেখা ও পরিচালনায় তৈরি এই ছবি ‘সুজিত সিনেমাটিক ইউনিভার্স’-এর দ্বিতীয় কিস্তি। এর সঙ্গে প্রভাসের ‘সাহো’-র সরাসরি যোগসূত্র রয়েছে। ছবির শেষে পোস্ট-ক্রেডিট দৃশ্যে ‘দে কল হিম ওজি ২’-এর ঘোষণাও দেওয়া হয়েছে। একই ইউনিভার্সের অংশ হিসেবে সুজিতের পরবর্তী ছবি ‘ব্লাডি রোমিও’-তেও নানিকে দেখা যাবে।

এদিকে পবন কল্যাণকে সামনে দেখা যাবে ‘উস্তাদ ভগত সিং’ ছবিতে। হরিশ শঙ্কর পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শ্রীলীলা ও রাশি খান্না। দেবী শ্রী প্রসাদের সুরে ছবির প্রথম গান ‘দেখলেঙ্গে সালা’ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।