'ফ্রেন্ডস' ধারাবাহিকের জনপ্রিয় তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী জসভিন সাংঘা অবশেষে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই ৪২ বছর বয়সী ব্রিটিশ-আমেরিকান নারী পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করবেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো 'কেটামিন সরবরাহ করে মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতি করা'।
২০২৩ সালের অক্টোবরে ম্যাথিউ পেরিকে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, তার মৃত্যু অতিরিক্ত কেটামিন গ্রহণের ফলে হয়েছে। এরপর থেকেই তদন্ত শুরু হয়। গত মার্চ মাসে জসভিন সাংঘার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে অভিযান চালিয়ে ৮০টির বেশি কেটামিনের ভায়াল, হাজারো ট্যাবলেট, কোকেন, মেথামফেটামিন এবং জ্যানাক্স উদ্ধার করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, জসভিন ২০১৯ সাল থেকেই উত্তর হলিউডে নিজের বাড়িকে 'সাংঘা স্ট্যাশ হাউস' বানিয়ে উচ্চবিত্ত এবং সেলিব্রিটি গ্রাহকদের কাছে কেটামিন সরবরাহ করতেন। এর আগেও ২০১৯ সালের আগস্টে তার কাছ থেকে কেটামিন কিনে কোডি ম্যাকলারি নামে এক ব্যক্তি মারা গিয়েছিলেন।
এই মামলায় জসভিন ছাড়াও আরও চারজনের নাম এসেছে: চিকিৎসক সালভাদর প্লাসেন্সিয়া, মার্ক চাভেজ, ম্যাথিউ পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা এবং মাদক সরবরাহকারী এরিক ফ্লেমিং। এই সবাই ইতিমধ্যেই অপরাধ স্বীকার করতে রাজি হয়েছেন। জসভিনের বিচার আগামী মাসে শুরু হওয়ার কথা থাকলেও, তিনি এখন আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করবেন বলে জানা গেছে।
জসভিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসবহুল জীবনের ছবি দেখা যায়, যেখানে পার্টি, বিভিন্ন দেশে ভ্রমণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার উপস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।