মার্ভেল স্টুডিওর নতুন সুপারহিরো ছবি ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১১৮ মিলিয়ন ডলার আয় করেছে উত্তর আমেরিকার ৪,১২৫টি প্রেক্ষাগৃহ থেকে। পূর্বাভাস ছিল ১০০ থেকে ১১০ মিলিয়নের মধ্যে।
ছবিটির আন্তর্জাতিক আয় ১০০ মিলিয়ন ডলার, সব মিলিয়ে গ্লোবাল আয় দাঁড়িয়েছে ২১৮ মিলিয়ন ডলার। এটি পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান। মি. ফ্যান্টাস্টিক চরিত্রে পেড্রো প্যাসকেল, অদৃশ্য নারী চরিত্রে ভেনেসা কার্বি, ইবন মস বাচরাক এবং জোসেফ কুইন অভিনয় করেছেন।
ছবিতে চার সুপারহিরোকে দেখা যায় এক গ্রহ-ধ্বংসকারী মহাজাগতিক শক্তির বিরুদ্ধে লড়তে। মার্ভেলের জন্য এটি একটি বড় সাফল্য, বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে বক্স অফিসে বারবার হোঁচট খাওয়ার পর।
মার্ভেলের পুরনো সফল সিনেমাগুলোর যেমন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এর তুলনায় নতুন চরিত্রনির্ভর ছবিগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। চলতি বছরের মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘থান্ডারবোল্টস’ প্রশংসা পেলেও আয় ছিল মাত্র ৩৮২ মিলিয়ন ডলার যা মার্ভেলের ইতিহাসে অন্যতম কম আয়ের ছবি।
‘ফ্যান্টাস্টিক ফোর’ তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়নেরও বেশি। তাই সফল হতে হলে ছবিটিকে এই গতি বজায় রাখতে হবে। তবে আশার কথা হলো, দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। রোটেন টম্যাটোস-এ স্কোর ৮৮% এবং সিনেমাস্কোর-এ ‘A–’ গ্রেড পেয়েছে। পাশাপাশি এই মুহূর্তে বড় প্রতিদ্বন্দ্বীও নেই। টিকিট বিক্রির ৪৬ শতাংশই এসেছে প্রিমিয়াম স্ক্রিন (আই ম্যাক্স , ফোরডিএক্স ইত্যাদি) থেকে। শুধু আই ম্যাক্স-এ আয় হয়েছে ১৬ মিলিয়ন ডলার, যা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ছবির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
উল্লেখযোগ্যভাবে, দর্শকদের ৭০ শতাংশ পুরুষ এবং ৪২ শতাংশ ২৫ বছরের নিচে।
‘ফ্যান্টাস্টিক ফোর’ নিয়ে হলিউডে একাধিকবার চেষ্টা হয়েছে। ২০০৫ ও ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি দুটি যার চরিত্রে ছিলেন জেসিকা আলবা ও ক্রিস ইভানস, বাণিজ্যিক ভাবে সফল হলেও সমালোচনায় পড়ে। ২০১৫ সালে রিবুটকৃত সংস্করণ পুরোপুরি মুখ থুবড়ে পড়ে।
বিশ্লেষক ডেভিড এ. গ্রস বলেন, "ফ্যান্টাস্টিক ফোর এখন আর মাঝারি মানের সিরিজ নয়, বরং সবচেয়ে বড়দের তালিকায় উঠে এসেছে।"
বক্স অফিসের অন্যান্য ছবির মধ্যে ২৪.৯ মিলিয়ন ডলার আয় করে ২য় স্থানে আছে ‘সুপারম্যান’ যার গ্লোবাল আয় মোট ৫০২.৭ মিলিয়ন, ৩য় স্থানে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ আয় ১৩ মিলিয়ন ডলার এবং গ্লোবালি মোট আয় ৭১৮ মিলিয়ন, ৪র্থ অবস্থানে রয়েছে ‘এফ১ দ্য মুভি’, ব্র্যাড পিট অভিনীত ছবিটির মোট গ্লোবাল আয় ৫০৯ মিলিয়ন। ৫ম ও ৬ষ্ঠ স্থানে যথাক্রমে ‘স্মার্ফস' ও ‘আই নো হোয়াট ইউ ডিডি লাস্ট সামার’, গ্লোবালি মোট আয় করেছে ৬৯ মিলিয়ন ও ৪৫.৫ মিলিয়ন ডলার।
মার্ভেলের জন্য ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ এক প্রত্যাবর্তনের বার্তা। সফল উদ্বোধনী সপ্তাহান্ত ও দর্শকদের ইতিবাচক সাড়া প্রমাণ করছে, সুপারহিরো সিনেমার প্রতি অনীহা নয়, ভালো গল্পের ঘাটতি ছিল এতদিন।
তথ্যসূত্র: Variety, Marvel Studios, AP News