আসছে জাহের-সামান্থার দীর্ঘ ধারাবাহিক ‘ফাঁকা আওয়াজ’

পরিচালক মাইদুল রাকিব ও প্রযোজক সাজু মুনতাসীরের যৌথ প্রয়াসে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফাঁকা আওয়াজ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহের আলভী ও সামান্তা পারভেজ।

বুধবার (৬ আগস্ট) বিকেল থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে নাটকের শুটিং শুরু হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণ, টাউন ক্লাব মাঠসহ বেশ কিছু স্থানে দৃশ্যধারণ চলছে, যা চলবে আগামী সোমবার পর্যন্ত।

নির্মাতা মাইদুল রাকিব জানান, ‘ফাঁকা আওয়াজ’ বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কিছু ভুয়া ও ভণ্ড চরিত্রের মুখোশ উন্মোচনের গল্প। সেই ভাবনা থেকেই নাটকের নামকরণ করা হয়েছে।

পিরোজপুরে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “গল্পের প্রয়োজনে জেলা বা থানা শহরের লোকেশন দরকার ছিল। প্রযোজক সাজু মুনতাসীর তার নিজ শহর পিরোজপুর প্রস্তাব দেন। এখানে আমরা সব ধরনের সহযোগিতা পাচ্ছি, আর এখানকার মানুষও অত্যন্ত সহায়ক।”