বক্স অফিসে ‘ধূমকেতু’র ঝড়: তিন দিনে আয় ৭ কোটি টাকার বেশি

দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরে আসা দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির মাত্র তিন দিনেই ছবিটি অতীতের সব বাংলা সিনেমার বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে।

রবিবার, মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় ছিল ১.৮৭ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনে ৭ কোটি রুপি ছাড়িয়েছে ছবিটি। শুধু তাই নয়, প্রায় ৩৫০টি সিনেমা হলের শো হাউসফুল যাচ্ছে। এই সাফল্য শুধু ছবির টিমের জন্যই নয়, বরং বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক দারুণ স্বস্তির খবর।

ছবির এমন সাফল্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে সুপারস্টার দেব একটি পোস্ট করে লিখেছেন, “বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ওপেনিং ইনিংসেই ‘ধূমকেতু’ বলিউডের ‘ওয়ার ২’ এবং দক্ষিণী সিনেমা ‘কুলি’-কে পেছনে ফেলে ২.১০ কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৩.০২ কোটি রুপি। মাত্র তিন দিনেই সাত কোটি রুপির বেশি আয় করে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করল।