সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক 'ফুলগাঁও'
গ্রামীণ পটভূমির গল্প নিয়ে নাটক নির্মাণে সব সময়ই নিজের মুনশিয়ানা দেখিয়েছেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। এবার তিনি চ্যানেল আই-এর জন্য মাসুম রেজা রচিত নতুন ধারাবাহিক নাটক 'ফুলগাঁও' নির্মাণ করছেন। এই নাটকে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ-সহ আরও অনেকে অভিনয় করছেন।
নাটকটি নিয়ে অভিনেতা আ খ ম হাসান বলেন, "লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি প্রায় দুই দশক ধরে কাজ করছি। তাই তার কাজের ধরন আমার খুব পরিচিত। তিনি যে ধরনের কাজ পছন্দ করেন, 'ফুলগাঁও' নাটকটিও সেভাবেই তৈরি করছেন। কোথাও কোনো ছাড় দিচ্ছেন না।"
অভিনেত্রী সিনথিয়া বলেন, "আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকে কাজ করার। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার পরিচালনায় কাজ করাটা আমার জন্য পরম সৌভাগ্যের।"
ইতিমধ্যে নাটকটির কয়েক লটের শুটিং শেষ হয়েছে। এই নাটকে আরফান আহমেদ যাকাত আলী চরিত্রে, আ খ ম হাসান রাকাত আলী চরিত্রে, নমিরা মালা চরিত্রে এবং সিনথিয়া হ্যাপী চরিত্রে অভিনয় করছেন।