দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সোমবার (৬ অক্টোবর) অন্ধ্রপ্রদেশের উন্ডাভল্লি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে বিজয় নিজেই তার ভক্তদের আশ্বস্ত করেছেন।
সোমবার সন্ধ্যায় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিজয় লেখেন, সব ঠিক আছে। গাড়িতে একটু ধাক্কা লেগেছে, তবে আমরা সবাই একদম ভালো আছি। জিমে গিয়ে স্ট্রেন্থ ওয়ার্কআউট করলাম এবং বাড়ি ফিরে এলাম। মাথাব্যথা করছে, কিন্তু এক প্লেট বিরিয়ানি আর ঘুমেই সেটা ঠিক হয়ে যাবে। তাই তোমাদের সকলকে একটা হাগ আর অনেক ভালোবাসা। খবর দেখে দুশ্চিন্তা করো না।
একটি প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি কোনো আঘাত ছাড়াই রক্ষা পান।
বাগদানের গুঞ্জন
এদিকে সম্প্রতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার বাগদানের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তারা কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানাননি।
তবে একটি ভিডিওতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার ভাই অভিনেতা আনন্দ দেবরাকোন্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীকে পুট্টাপার্থির মন্দিরে যেতে। মন্দির কর্তৃপক্ষ তাদের স্বাগত জানানোর সময় ভিডিওতে ভক্তদের চোখে বিজয়ের বাগদানের আংটি ধরা পড়ে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।