জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ বড় পর্দায় তার অভিষেক নিয়ে চলমান গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তার প্রথম সিনেমায় কে অভিনয় করবেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
ভিকি জাহেদ বলেন যে, তিনি অবশ্যই সিনেমা বানাতে চান। কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। তিনি দুই-তিনটি গল্প নিয়ে কাজ করছেন এবং এমন একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চান, যারা তার ভিশনকে সমর্থন করবে। তিনি জানান, যেহেতু এটি তার প্রথম সিনেমা, তাই কোনো কিছুতেই তিনি কোনো কমতি রাখতে চান না এবং সঠিকভাবে প্রস্তুতি নিয়েই কাজ শুরু করবেন।
দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে তিনি বলেন, “দর্শকেরা যেহেতু এতদিন ধরে আমার কাজগুলোকে ভালোবাসা দিয়ে এসেছেন, আমার প্রতি তাদেরও কিছু প্রত্যাশা আছে। সব কিছু বিবেচনা করেই এগোতে হচ্ছে। দর্শক যদি না চিনত তাহলে একটা কথা ছিল, তখন প্রত্যাশা থাকত কম কিন্তু আমাকে যেহেতু পছন্দ করেন তাই আমি কি বানাচ্ছি তা নিয়ে তাদের আগ্রহ বা প্রত্যাশা তা একটু বেশিই। সেটা নষ্ট করতে চাই না বলেই কোনো তাড়াহুড়া করছি না।”
ভিকি জাহেদের প্রথম সিনেমায় তার নিয়মিত সঙ্গী আফরান নিশো অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উনার (আফরান নিশো) সঙ্গে কাজ হলে তো আরো ভালো। এমনকি শাকিব খানের সঙ্গেও হতে পারে, কিংবা মোশাররফ করিমও হতে পারে। এখনো কোনো কিছুই চূড়ান্ত পর্যায়ে যায়নি।” তিনি জানান, গল্প লেখার কাজ শেষ হওয়ার পর প্রযোজনা সংস্থার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার পরেই শিল্পীদের সঙ্গে চুক্তি করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত নাটক 'খোয়াবনামা' মুক্তি পেতে যাচ্ছে এবং আগামী ৪ সেপ্টেম্বর তার ওয়েব সিরিজ 'আকা' ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে।