পূজায় মুক্তি পাচ্ছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা 'দেবী চৌধুরাণী'। ঐতিহাসিক প্রেক্ষাপটে নারীপ্রধান চরিত্রে অভিনয় করে নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার নতুন সিনেমা, অভিনয় জীবন এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
'দেবী চৌধুরাণী' নিয়ে উচ্ছ্বাস
শ্রাবন্তী বলেন, 'দেবী চৌধুরাণী'-র মতো একটি নারীকেন্দ্রিক ছবিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই এক্সাইটেড। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে 'দেবী চৌধুরাণী' চরিত্রে অভিনয়ের সুযোগকে তিনি সৌভাগ্য মনে করেন। তিনি বলেন, "সচরাচর তো নারীকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটি চরিত্র - অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।"
অতীতকে পেছনে ফেলে বর্তমানের গুরুত্ব
অভিনেত্রী জানান, তিনি বরাবরই খুব আবেগপ্রবণ। অতীতে তিনি নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন, কিন্তু এখন কিছুটা স্বার্থপর হতে চান। তবে তিনি বিশ্বাস করেন, "পাস্ট ইজ হিস্ট্রি," কারণ যা হয়ে গেছে তা আর বদলানো সম্ভব নয়। তাই তিনি অতীতকে বর্তমানে টেনে আনেন না এবং বর্তমানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
অভিনয়ই আমার সবকিছু
শ্রাবন্তী বলেন, অভিনয় জগতই তার সবকিছু। "আমার ধ্যান-জ্ঞান, ভালোবাসা, প্রেম - সবকিছু," বলেন তিনি। এই জগত ছাড়া তিনি নিজেকে ভাবতেই পারেন না। তাই তিনি সবসময় দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ অনুভব করেন। আট-নয় বছর বয়স থেকে এই দীর্ঘ যাত্রাপথ নিয়ে তিনি খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও এই পথেই চলতে চান।