জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার নতুন সিনেমা 'এম্পারার ভার্সেস শরত্চন্দ্র' নিয়ে আসছেন। এটি 'পথের দাবী' উপন্যাসের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে। ছবিতে আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এবং সোহিনী সরকারসহ একাধিক জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে।
গল্পের প্রেক্ষাপট
১৯২৬ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবী' উপন্যাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে ছবিটি নির্মিত হচ্ছে। ১৯২৭ সালে ব্রিটিশ সরকার এই বইটি নিষিদ্ধ করে দেয়। সিনেমাটিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বইটি নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব তুলে ধরা হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৃজিত নভেম্বরে এই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। ছবিটি ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে।
তারকা সমাহার
এই ছবিতে আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে দেখা যাবে। আবীর সৃজিতের 'রাজকাহিনী' ছবিতে কাজ করলেও, এবার তার জন্য একটি তাক লাগানো চরিত্র থাকছে। টোটা রায়চৌধুরী সৃজিতের সঙ্গে 'ফেলুদা' সিরিজে কাজ করেছেন। এছাড়াও, 'রাজকাহিনী' ও 'ভিঞ্চিদা'-তে কাজ করা সোহিনী সরকারও এই ছবিতে থাকছেন।
রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিককেও এই ছবিতে দেখা যাবে। আসন্ন এই সিনেমাটি এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। তবে কে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।