প্রয়াত হলেন ‘সুপারম্যান’ সিনেমার অভিনেতা টেরেন্স স্ট্যাম্প

‘সুপারম্যান’ সিনেমায় খলনায়ক জেনারেল জোড চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তিনি মারা গেছেন। তার পরিবার এই খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ এখনও প্রকাশ করেনি। এপি, এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই দুঃসংবাদটি প্রকাশিত হয়েছে।

সুপারম্যান-এর স্মরণীয় ভিলেন

টেরেন্স স্ট্যাম্প মূলত ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ এবং ১৯৮০ সালের ‘সুপারম্যান ২’ সিনেমার জন্য পরিচিত। এই দুটি ছবিতে তিনি ক্রিস্টোফার রিভ-এর বিপরীতে জেনারেল জোড নামে এক শক্তিশালী খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার শক্তিশালী এবং স্মরণীয় অভিনয় এখনো বহু দর্শকের মনে দাগ কেটে আছে।

দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ার

লন্ডনে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬২ সালে ‘বিলি বাড’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দার ক্যারিয়ার শুরু করেন। এই প্রথম ছবিতেই তিনি বাজিমাত করে অস্কার এবং বাফটা পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হন।

পরবর্তী ছয় দশকে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ড্রামা, থ্রিলার, কমেডি এবং ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাও ছিল। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’ ছবিতে বার্নাডেট নামে এক ট্রান্সজেন্ডার চরিত্রে তার অভিনয় আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পায়।

টেরেন্স স্ট্যাম্পের মৃত্যুতে পশ্চিমা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। তার মতো প্রতিভাবান একজন অভিনেতার প্রয়াণ নিঃসন্দেহে চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।