দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও এই তারকা জুটি তাদের বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবুও তামান্নার সাম্প্রতিক এক মন্তব্য তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

বিচ্ছেদের গুঞ্জন ও কারণ

একসময় একে অপরের প্রতি গভীর ভালোবাসায় মত্ত এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা যেত। কিন্তু এখন তারা একে অপরের থেকে দূরে আছেন। সূত্রের খবর অনুযায়ী, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন, কিন্তু বিজয় এতে রাজি ছিলেন না। এই কারণেই তাদের সম্পর্কে ভাঙন ধরে। যদিও বিজয় বা তামান্না কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে তামান্নার কথায় তা স্পষ্ট হয়ে উঠেছে।

ভালোবাসার ওপর আস্থা হারাননি তামান্না

সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট সামলে তামান্না ভাটিয়া তার ভালোবাসার ওপর আস্থা হারাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।" তিনি আরও বলেন, "আমাকে যাতে উলটো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।" এই মন্তব্যের মাধ্যমে তিনি নতুন করে প্রেম খোঁজার ইঙ্গিত দিয়েছেন বলে অনেকে মনে করছেন।