নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। শুক্রবার (৮ আগস্ট) থেকে প্রচার শুরু হবে নাটকটি, আর এরপর থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নিয়মিত দেখা যাবে দর্শকদের প্রিয় এই চ্যানেলে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। অভিনয়ে রয়েছেন জনপ্রিয় মুখ মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, আব্দুল্লাহ রানা, মিলি বাসার, অনিক, এবং স্বয়ং পরিচালক নিজেও।

নাটকের ভাবনা প্রসঙ্গে কচি খন্দকার বলেন

“আমাদের সমাজে এমন অনেক প্রতিভাবান মানুষ আছেন, যারা শুধু তোষামোদ করতে না জানার কারণে সুযোগ পান না। আর যাঁরা তেল দিতে পারেন, তারা খুব সহজেই এগিয়ে যান। এই বৈষম্য আমাকে ভীষণ কষ্ট দেয়। সেই বেদনা থেকেই নাটকটি লিখেছি।”

তেল ছাড়া পরোটা’ নাটকটি সমাজের দুই ধরনের মানসিকতা তুলে ধরে

একপক্ষ মনে করে, জীবনে সফল হতে হলে তোষামোদ করতেই হবে। অন্যপক্ষ বিশ্বাস করে, যোগ্যতা ও নীতিতে অটল থাকলেই একদিন সফলতা আসবেই। এই দুই বিপরীত মতাদর্শকে তুলে ধরা হয়েছে নাটকের দুইটি পরিবারের মাধ্যমে।