হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কেনেডি সেন্টার সম্মাননা নিতে অস্বীকার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তার এই সিদ্ধান্ত হলিউড মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
একটি মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় প্রথম দফায় যে সকল তারকা এই সম্মাননা পেতে যাচ্ছিলেন, তাদের মধ্যে টম ক্রুজের নামও ছিল। তবে শেষ পর্যন্ত তিনি শুধু ‘সময়সূচি না মেলায়’ সম্মাননাটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।
ট্রাম্প গত ১৩ আগস্ট ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেন। এই তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য তারকাদের মধ্যে রয়েছেন গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন, এবং জন ভয়েট। এবার কেনেডি সেন্টার সম্মাননার আয়োজনটি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন।