দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাশমিকা মান্দান্নার সঙ্গে বাগদানের খবর প্রকাশের পর থেকে। এবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নিজের নতুন সিনেমা ‘রাউডি জনার্ধন’। শুভ মহূর্তে আয়োজিত পূজা অর্চনার মধ্য দিয়ে ছবিটির যাত্রা শুরু হয়েছে, যেখানে বিজয়ের বিপরীতে থাকছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ

প্রযোজনা প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল পেজে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে, “এক বন্য সূচনা, ভালোবাসা, রাগ, রক্ত। বিজয় দেবরাকোন্ডা ও রবি কিরণ কোলার বহু প্রতীক্ষিত প্রজেক্ট আজ শুভ পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।” যদিও ছবিটির প্রাথমিক নাম ছিল ‘এস ভি সি ৫৯’, প্রযোজক দিল রাজু নিশ্চিত করেছেন সিনেমার অফিসিয়াল নাম হবে ‘রাউডি জনার্ধন’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে ছবির শুটিং। ধারণা করা হচ্ছে, বাগদানের পর এটিই হতে পারে বিজয় দেবরাকোন্ডার বিয়ের পর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা

অন্যদিকে, রাশমিকা মান্দান্নার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর সম্প্রতি তাদের বাগদানের খবর নিশ্চিত করেছে বিজয়ের টিম। যদিও দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি, বিভিন্ন জায়গায় তাদের হাতে আংটি দেখা গেছে। জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই জনপ্রিয় জুটি বিয়ের পিঁড়িতে বসবেন।

বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে ‘কিংডম’ সিনেমায়, গৌতম তিন্নানুরির পরিচালনায়। ছবির গল্প ঘুরে বেড়ায় সূর্য নামের এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে, যিনি শৈশবে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে গিয়ে এক বিপজ্জনক চোরাচালান চক্রের মুখোমুখি হন। ভাগ্যের খেলায় জানতে পারেন, সেই চক্রের নেতৃত্বেই রয়েছেন তাঁর হারানো ভাই, শিবা। ভালোবাসা ও দায়িত্ববোধের দ্বন্দ্বে সূর্যের সংগ্রামই ছিল গল্পের মূল সুর।

এই ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন সত্যদেব, ভাগ্যশ্রী বরসে, ভেঙ্কিটেশ ভি.পি., ভূমি শেঠি, মনীশ চৌধুরী, আইয়াপ্পা পি. শর্মা, গোপারাজু রমনা, রোহিনী, মুরালিধর গৌড় ও বাবুরাজসহ আরও অনেকে।