বলিউডের ব্লকবাস্টার সিনেমা 'ওয়ার ২' দিয়ে সাফল্যের চূড়ায় থাকা সত্ত্বেও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-এর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার কাকিমা পদ্মজা মঙ্গলবার (১৯ আগস্ট) ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পদ্মজার পরিচয় ও রাজনৈতিক মহলের শোক
পদ্মজা ছিলেন কিংবদন্তি অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্র জয়কৃষ্ণের স্ত্রী। তার মৃত্যুতে নন্দমুরি পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী লোকেশ নারাও শোক প্রকাশ করেছেন।
চন্দ্রবাবু নাইডু সামাজিক মাধ্যমে পদ্মজার স্মৃতিচারণ করে লিখেছেন, "আমার ভগ্নীপতির স্ত্রী পদ্মজার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেন।"
পদ্মজা তার পরিবারের সদস্যদের কাছে একজন নির্ভরতার প্রতীক ছিলেন। তার সৌন্দর্য, মাধুর্য এবং সম্মানীয় স্বভাবের জন্য তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। উল্লেখ্য, পদ্মজার ছেলে নন্দমুরি চৈতন্য কৃষ্ণ 'ধাম' এবং 'ব্রিদ' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছেন।