টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস মিলে শুরু করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। এই সংস্থার প্রথম কাজ হিসেবে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ গান তৈরি করেছেন তারা, যার নাম ‘দুগ্গা মা এসেছে’। এই কাজের মধ্য দিয়ে যিশু এবার অভিনয় থেকে পরিচালনায় এসেছেন, যা তার নতুন এক দিকের আভাস দেয়।

ভবিষ্যতে তাদের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে এক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই দুই তারকা। কোন তিন নায়িকাকে নিয়ে কাজ করতে চান এমন প্রশ্নের উত্তরে প্রথমে সৌরভ বলেন, “প্রথমেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম বলব। সে অসাধারণ কাজ করছে। আর তার পরের প্রজন্মের কথা যদি বলি তাহলে অঙ্গনা রায়ের কাজ আমার খুব ভালো লাগে। যিশুকেও আমি এই কথা বলেছি। আমার মনে হয় অঙ্গনার আরও ভালো চরিত্র পাওয়া উচিত।”

সৌরভের কথার সঙ্গে যোগ করে যিশু বলেন, “আমি দর্শনার কথা বলব। দর্শনা একটি প্রোজেক্টের শুটিং করছিল, যা এখন কিছুদিন বন্ধ আছে। সেখানে যেভাবে তাকে দেখেছি, আমাকে কিছু অংশ দেখিয়েছিল, সেভাবে আগে তাকে কখনও দেখিনি।”

সৌরভও এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, ‘মেট্রো ইন দিনো’ হওয়ার পর আমিও অবশ্যই দর্শনার কথা বলব।

যিশু ও সৌরভের নতুন গান ‘দুগ্গা মা এসেছে’ তে দর্শনা বণিককে দেখা যাবে। তার সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস রায় এবং রাহুল মজুমদার।

ভবিষ্যতে যিশু সৌরভকে নিয়েও কাজ করতে চান। এছাড়া, তারা নতুন প্রতিভাদের নিয়েও কাজ করার কথা ভাবছেন। কোনো নির্দিষ্ট গল্পের জন্য অডিশন নিয়ে নতুন অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন যিশু।

সবকিছু ঠিক থাকলে এরপর বাংলা সিনেমা তৈরির পরিকল্পনা করছেন যিশু ও সৌরভ। তবে আপাতত তাদের তৈরি গানে মেতে ওঠার সময়।