বলিউড তারকা আমির খানের বান্দ্রার বাড়িতে হঠাৎ করে হাজির হন ২৫ জন আইপিএস অফিসার। শনিবার দুপুরে একটি বিলাসবহুল বাসে করে তারা তার বাসভবনে প্রবেশ করেন। ঘটনাটি নিয়ে মুম্বইজুড়ে তৈরি হয় চাঞ্চল্য, আর ভাইরাল হয় ঘটনার একটি ভিডিও।

ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের একটি লাক্সারি বাস ধীরে ধীরে ঢুকছে আমির খানের বাড়ির ভেতরে। কিছুক্ষণ পর একই বাস ও একটি পুলিশের গাড়ি বেরিয়ে যায় সেখান থেকে। ঘটনাস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা দেখা যায়নি। উপস্থিত ছিলেন সাদা পোশাকধারী একাধিক কর্মকর্তা।

এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন। অনেকে মনে করছেন, এটি কোনো তদন্তের অংশ কি না। কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, “রেড পড়েছে?” আবার কেউ বলছেন, “এটা কি নিরাপত্তা বা প্রশিক্ষণমূলক কোনো মিটিং?”

ঘটনার আসল কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ইনস্টাগ্রাম ভিত্তিক বলিউড সংক্রান্ত পেজ ইন্সট্যান্ট বলিউডে-এ এই ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল, “Meeting with 25 IPS Officers,” যা থেকেই শুরু হয় যাবতীয় আলোচনা।

আমির খানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। প্রশাসনের তরফেও কেউ কোনো অফিসিয়াল বিবৃতি দেননি।