অভিনেতা বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পর ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পুরুষদের নিয়ে একাধিক ইতিবাচক মন্তব্য করে আসছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি সমাজের সব পুরুষকে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

তামান্না অভিনীত নতুন সিরিজ 'ডু ইউ ওয়ানা পার্টনার'-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, "সব সময় বলা হয়, একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে জরুরি।"

নিজের জীবনের উদাহরণ দিয়ে তামান্না বলেন, "আমার বাবা এবং ভাই আমার জীবনে বিশাল এক সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে তাদের অবদান অনেক।" এরপর তিনি সবাইকে অনুরোধ করে বলেন, "আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান।"

প্রসঙ্গত, তামান্না ও বিজয় বর্মা প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন। তাদের প্রেম শুরু হয়েছিল 'লাস্ট স্টোরিজ ২' সিনেমায় অভিনয় করার সময়। যদিও তাদের বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়, তবে তামান্না নিজে এই বিষয়ে এখনও কিছু বলেননি।