তিন খানকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে দামী তারকা আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৫
ভারতীয় সিনেমার ইতিহাসে তিন খানের দাপট বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পারিশ্রমিক হোক কিংবা জনপ্রিয়তা—শাহরুখ, আমির ও সালমানই এতদিন ছিলেন শীর্ষে। তবে ২০২৫ সালে এসে চিত্রটা বদলেছে। এবার এই জায়গা দখল করেছেন দক্ষিণ ভারতের স্টাইলিশ তারকা আল্লু অর্জুন। ফোর্বস ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরে তিনিই হয়েছেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
এক নজরে দেখে নিন সেরা দশে কারা আছেন:
১০. অক্ষয় কুমার
বক্স অফিসে কিছুটা মন্দার পর ‘কেশরী ২’ ও ‘হাউসফুল ৫’ দিয়ে ফের চাঙ্গা অক্ষয়ের ক্যারিয়ার। বর্তমানে সিনেমাপ্রতি নিচ্ছেন ৬০ থেকে ১৪৫ কোটি রুপি। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২,৫০০ কোটি।
৯. কমল হাসান
‘ইন্ডিয়ান ২’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া মিশ্র হলেও কমলের ফ্যান ফলোয়ারে কোনো ঘাটতি নেই। ছবিপ্রতি পারিশ্রমিক ১০০–১৫০ কোটি রুপি।
৮. সালমান খান
‘ভাইজান’ নামে খ্যাত সালমান এখনো ব্র্যান্ডের দুনিয়ায় রাজত্ব করছেন। 'দ্য ব্যাটল অব গালওয়ান' ছবির জন্য নিয়েছেন ১০০–১৫০ কোটি রুপি। সম্পদ প্রায় ২,৯০০ কোটি।
৭. অজিত কুমার
তামিল সুপারস্টার অজিত ছবিপ্রতি নেন ১০৫–১৬৫ কোটি। তার স্টাইল ও অফ-স্ক্রিন উপস্থিতি ভক্তদের মাঝে আজও চর্চার বিষয়।
৬. প্রভাস
‘বাহুবলী’ খ্যাত প্রভাসের পরবর্তী সিনেমা ‘দ্য রাজাসাহাব’–এর জন্য নেন ১০০ কোটি। তবে তার রেঞ্জ ১০০ থেকে ২০০ কোটির মধ্যে ওঠানামা করে। মোট সম্পদ ২৪১ কোটি।
৫. আমির খান
‘সিতারে জমিন পর’-এর মাধ্যমে কামব্যাক করা বলিউডের ‘পারফেকশনিস্ট’ প্রতিটি ছবিতে নিচ্ছেন ১০০ থেকে ২৭৫ কোটি। সাথে ভাগ বসাচ্ছেন ছবির লভ্যাংশেও। সম্পদ ১,৮৬২ কোটি।
৪. রজনীকান্ত
দক্ষিণ ভারতের কিংবদন্তি এই তারকা সিনেমাপ্রতি পাচ্ছেন ১২৫–২৭০ কোটি রুপি। ১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’। মোট সম্পদ ৪৩০ কোটি।
৩. শাহরুখ খান
‘পাঠান’ ও ‘ডাঙ্কি ২’-এর সাফল্য তাঁকে ফিরিয়েছে বক্স অফিসের মুকুটে। ছবিপ্রতি নিচ্ছেন ১৫০–২৫০ কোটি রুপি। তবে সিনেমার বাইরে প্রযোজনা ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানার সুবাদে তাঁর সম্পদ এখন ৬,৩০০ কোটি ছাড়িয়ে গেছে।
২. থালাপতি বিজয়
রাজনৈতিক মঞ্চে পা রাখার প্রস্তুতির মাঝেই ‘জননায়গন’ সিনেমার জন্য নিচ্ছেন ১৩০–২৭৫ কোটি রুপি। থালাপতির সম্পদ দাঁড়িয়েছে ৪৭৪ কোটি।
১. আল্লু অর্জুন – ভারতের শীর্ষ তারকা
‘পুষ্পা’ সিরিজের মাধ্যমে যিনি কেবল দক্ষিণ ভারতে নয়, গোটা ভারতেই পরিণত হয়েছেন স্টাইল ও অ্যাকশনের আইকনে। ‘পুষ্পা ২’ ছবির জন্য নিয়েছেন ৩০০ কোটি রুপি—যা এককভাবে ভারতের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক! এই মুহূর্তে তিনি ‘পুষ্পা ৩’–এর চূড়ান্ত পরিকল্পনায় ব্যস্ত।