আমার অবস্থাও সুশান্তের মতো হতে পারে”—কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী, বলিউড ‘মাফিয়া গ্যাং’কে দায়ী করলেন

বিস্তারিত প্রতিবেদন:
বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে নিজের জীবন নিয়ে আশঙ্কার কথা জানান এই অভিনেত্রী। তার বক্তব্য, তিনি নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন এবং আশঙ্কা করছেন, তার পরিণতিও হতে পারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মতো।

তনুশ্রীর এমন মন্তব্য বলিউডের অন্ধকার দিক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

অভিনেত্রী আরও দাবি করেন, প্রয়াত সুশান্ত সিং রাজপুত আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি ভুল মানুষের পাল্লায় পড়ে গিয়েছিলেন। তনুশ্রী মনে করেন, সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো মানুষেরা ছিলেন “ঈশ্বরের সৈনিক”, যাদের অকালে চলে যেতে হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধ ছিল ‘শয়তানদের’ বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তনুশ্রী লেখেন,

“সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। এভাবেই সাহায্য করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেই তাদের কিছুটা সাহায্য করতে পারি। আমরা কেউ জানি না, তারা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

দিন কয়েক আগে তিনি জানান, কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে টার্গেট করছেন। এমনকি নিজের বাসভবনেও তিনি নিরাপদ নন বলে অভিযোগ তোলেন। তার ভাষ্যে, বলিউডের ‘মাফিয়া গ্যাং’ তাকে এক প্রকার নিশানা করেছে, এবং তিনি মানসিক ও শারীরিকভাবে চরম চাপে আছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যদিও পরবর্তীতে সিবিআই তদন্তে কোনও ‘অস্বাভাবিকতা’র প্রমাণ মেলেনি বলে জানানো হয়, কিন্তু এই মৃত্যু ঘিরে এখনও নানা বিতর্ক ও প্রশ্ন রয়ে গেছে। সেই প্রেক্ষাপটে তনুশ্রীর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমন সময় তনুশ্রীর এই বিস্ফোরক মন্তব্য শুধু তার নিজের সুরক্ষা নিয়েই নয়, বরং গোটা বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের চিত্র নিয়েও উদ্বেগের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই মন্তব্যের প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া আসে সংশ্লিষ্ট মহল থেকে।

রিপোর্ট: বিনোদন ডেস্ক