ব্যতিক্রমী অভিনয় ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেকআপবিহীন তার কিছু ছবি ঘিরে শুরু হয় নানা আলোচনা। এ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন তিনি।
ভাবনা লিখেছেন, “মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। কিন্তু যারা আমার কাজ দেখেন, তারা জানেন—আমি বেশিরভাগ চরিত্রে মেকআপ ছাড়াই অভিনয় করেছি। পরিচালকের কল্পনায় চরিত্র যেমন ছিল, আমি ঠিক সেভাবেই পর্দায় নিজেকে তুলে ধরেছি।”
তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এও তিনি ছিলেন সম্পূর্ণ মেকআপবিহীন। সেই প্রসঙ্গে তিনি লেখেন, “আমি কখনও চেনা নায়িকা হতে চাইনি। আমি হতে চেয়েছি শুধুই 'আমি'। মেকআপ ছাড়াই নিজের মতো করে চরিত্র ফুটিয়ে তুলতে ভালোবাসি।”
সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘চারুলতা’-র একটি স্থিরচিত্র নতুন করে ভাবনাকে আলোচনায় নিয়ে আসে। ছবিটি নিয়ে ভাবনা বলেন, “এটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’র একটি দৃশ্য। আমি অভিনেত্রী হতে চাই, তার মানে এই নয় যে আমি কেবল সিরিয়াস সিনেমাই করব। আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি—নাচে-গানে ভরপুর সিনেমাও করতে চাই। সব ধরনের সিনেমাতেই নিজেকে হাজির করতে চাই।”
তিনি আরও বলেন, “একটু একটু করে নিজেকে তৈরি করেছি। একদিন অবশ্যই আপনাদের প্রিয় অভিনেত্রী হব—এটাই আমার বিশ্বাস। কারণ আমার আসল শক্তি আমার দর্শক। তাদের ভালোবাসার কারণেই আমাকে বারবার কাজে নিতে বাধ্য হন নির্মাতারা।”
রাইসুল ইসলাম অনির পরিচালনায় ‘চারুলতা’ সিনেমায় ভাবনা নাম ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে সাহসী চিন্তা ও আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গিতে বারবার নিজেকে আলাদা করে প্রমাণ করে চলেছেন তিনি।