আমির খানের বাড়িতে আইপিএস প্রশিক্ষণার্থীদের হঠাৎ আগমন, টিম জানাল ভেতরের কথা
বলিউড সুপারস্টার আমির খানের মুম্বাইয়ের বাসভবনে হঠাৎ করেই এক বাস ভর্তি আইপিএস কর্মকর্তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। বাড়ির বাইরে থেকে পাওয়া দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা—কেউ বলছেন নতুন কোনও গোপন সিনেমার প্রস্তুতি, কেউবা তাঁর বিলাসবহুল গাড়ি ঘিরেই অনুমান করছেন কিছু বিশেষ ঘটনা।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছে আমির খানের টিম।
নিউজ১৮-কে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, “বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা আমির খানের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন এবং আমির নিজেই তাঁদের তাঁর বাসভবনে স্বাগত জানান।”
এই প্রথমবার নয়, এর আগেও আমির খান আইপিএস কিংবা সিভিল সার্ভিসের তরুণদের সঙ্গে দেখা করেছেন। বিশেষ করে তাঁর ১৯৯৯ সালের জনপ্রিয় ছবি সর্ফরোশ-এ একজন আদর্শ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় তাঁকে অনেকের অনুপ্রেরণার উৎসে পরিণত করে। তারপর থেকে নিয়মিতই বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের সঙ্গে তাঁর মতবিনিময় হয়ে থাকে, যেখানে দেশপ্রেম, জনসেবা ও সিনেমার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এদিকে পেশাগত দিক থেকে বললে, সম্প্রতি মুক্তি পাওয়া আমিরের নতুন ছবি সিতারে জমিন পার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন জেনেলিয়া ডি’সুজা। প্রথম মাসেই ছবিটি ভারতে ১৬৫ কোটি টাকা আয় করেছে।
আগামী আগস্টে আমির অংশ নেবেন অস্ট্রেলিয়ায় আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন-এ (IFFM), যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। উৎসবে তাঁর ক্যারিয়ারের ওপর একটি রেট্রোস্পেকটিভ আয়োজন করা হবে, যেখানে সিতারে জমিন পার ছবিটি বিশেষ গুরুত্ব পাবে।
উৎসব নিয়ে আমির বলেন, “মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে আমি গর্বিত। এটি ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও সৌন্দর্যকে সত্যিই সম্মান করে। সিতারে জমিন পার-এর মাধ্যমে আমরা নিউরোডাইভারজেন্স ও অন্তর্ভুক্তি নিয়ে একটি হৃদয়ছোঁয়া গল্প বলার চেষ্টা করেছি এবং আমি কৃতজ্ঞ ছবিটি এত মানুষকে স্পর্শ করতে পেরেছে।”
চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর হলো, আমিরকে পরবর্তীবার দেখা যাবে রজনীকান্তের সঙ্গে কুলি সিনেমায়। ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। একই সঙ্গে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে, যেখানে তিনি ভারতের চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের চরিত্রে অভিনয় করবেন।