অভিনেত্রী হিমির ক্ষোভের পর দুঃখপ্রকাশ প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের

সম্প্রতি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আপত্তিকর ফটোকার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর সেই পোস্ট সরিয়ে দুঃখ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

ঘটনার সূত্রপাত হয় যখন লেজার ভিশনের ফেসবুক পেজে অভিনেত্রী হিমির একটি ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে হিমির অভিযোগ ছিল যে, তার অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করা হয়েছে এবং এমন ধরনের কুরুচিপূর্ণ কথা তিনি কখনো বলেননি।

গত রবিবার রাতে হিমি তার ফেসবুকে লেজার ভিশনের উদ্দেশে লেখেন, “আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়ালগ বলিনি। আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।”

হিমির এই পোস্টটি অভিনেতা নিলয় আলমগীরও শেয়ার করে লেজার ভিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর লেজার ভিশন সেই আপত্তিকর পোস্টটি মুছে ফেলে এবং ফেসবুকে দুঃখপ্রকাশ করে। তারা নিলয় আলমগীর ও হিমিকে ট্যাগ করে লেখে, “আমরা লেজার ভিশন সব সময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সব শিল্পী–কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি।... আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।”