অভিনেত্রী হতে চাওয়ায় দুই বছর কথা বলেননি আত্মীয়রা
এই শতকের প্রথম দশকে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন আমনা শরিফ। একতা কাপুরের হিট ধারাবাহিক ‘কাশীশ সুজল গারেওয়াল’-এ অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। তাঁর সহশিল্পী রাজীব খান্ডেলওয়াল-এর সঙ্গে রসায়নকে এখনও ভারতীয় টেলিভিশনের ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে মনে করা হয়। তবে এই সাফল্যের পথে পথ সহজ ছিল না। রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আমনাকে নিজের স্বপ্নপূরণের জন্য চারপাশের প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছিল।
প্রারম্ভিক জীবন
আমনা শরিফের জন্ম ১৬ জুলাই ১৯৮২-এ মুম্বাইয়ে। বাবা ভারতীয় এবং মা বাহরাইনি। খুব ছোট বয়সেই বাবা মারা যান, যার ফলে তিনি মায়ের আশ্রয়ে বড় হন। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে আমনা জানান, “ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আমাদের পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল। পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি আমাকে এক সময় বুটিকেও কাজ করতে হয়েছিল।”
কলেজ জীবনেই প্রথম বিজ্ঞাপনের সুযোগ পান তিনি। মা তাঁকে অনুমতি দিতে ছয় মাস ধরে বোঝাতে হয়। অবশেষে মা পরিবারের বিরোধ সত্ত্বেও তাঁর পাশে দাঁড়ান। এই কারণে আত্মীয়রা প্রায় দুই বছর তাঁর সঙ্গে কথা বলতেন না। এরপর তিনি কুমার শানু, ফাল্গুনী পাঠক ও অন্যান্য দলের মেহেন্দির ভিডিও-তে কাজ করেন। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দেখেই একতা কাপুর তাঁকে অডিশনের জন্য ডাকেন এভাবেই শুরু হয় আমনার আসল অভিনয় যাত্রা।
টেলিভিশন থেকে বলিউড
একতা কাপুরের আলোচিত সিরিয়াল ‘কাহি তো হোগা’ ২০০৭ সালে শেষ হওয়ার পর আমনা বলিউডে পদার্পণ করেন। তিনি ‘আলু চাট’, ‘আও উইশ করে’, ‘শকাল পে মাত যা’-এর মতো সিনেমায় অভিনয় করলেও বক্স অফিসে কোনো ছবিই সাফল্য পায়নি। টেলিভিশনে ফেরার চেষ্টা করেন ‘জুদা না হম’-এর মাধ্যমে, কিন্তু কম রেটিংয়ের কারণে অনুষ্ঠানটি মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যায়।
আলো ছেড়ে সংসার
২০১৩ সালে দীর্ঘদিনের প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক অমিত কাপুরকে বিয়ে করেন আমনা। ২০১৫ সালে তাঁদের পুত্র আরাইন জন্মগ্রহণ করেন। পরিবারে হিন্দু ও মুসলিম উভয় সংস্কৃতি সমানভাবে মানা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে করওয়া চৌথ ও ঈদ উদযাপনের ছবি শেয়ার করেন।
ছয় বছর পর প্রত্যাবর্তন
বিয়ের পর প্রায় ছয় বছর বিরতির পর ২০১৯ সালে আবারও ছোট পর্দায় ফিরে আসেন আমনা। একতা কাপুরের সিরিজ ‘কসৌটি জিন্দগি কি ২’-এ জনপ্রিয় খল চরিত্র ‘কমোলিকা চৌবে’-র ভূমিকায় তাঁকে দেখা যায়, যা আগের সিরিজে করেছিলেন উর্বশী ঢোলাকিয়া।
ওয়েব সিরিজে পদার্পণ
সম্প্রতি ২০২২ সালে আমনা অভিনয় করেছেন দুটি ওয়েব সিরিজে হাঙ্গামা প্লেতে ‘ড্যামেজড ৩’ এবং ভুট সিলেক্টে ‘আধা ইশ্ক’।